উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার নৌকা, বড়শি ও জাল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ অভিযান পরিচালন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান সাহেদুল আলম, হাটহাজারী মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি, আইডিএফ মৎস্য কর্মকর্তা মো. রাব্বানী, ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর প্রমুখ। হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ১টি মাছ ধরার নৌকা, ১ হাজার মিটার জাল ও ৩টি বড়শি জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, হালদা নদীর জীববৈচিত্র ও মাছ রক্ষায় নদীর গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পরিচালিত অভিযানে ১টি মাছ ধরার নৌকা, ১ হাজার মিটার জাল ও ৩টি বড়শি জব্দ করা হয়। হালদা নদীর জীববৈচিত্র রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর