বিভিন্ন মন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম মেজবাহ উদ্দিন চৌধুরী। মন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে ২২ মামলা হয়েছে। যার মধ্যে ১১টি মামলায় সাজা হয়েছে এবং ১১টি মামলায় পলাতক রয়েছেন। রবিবার রাতে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। তিনি হাটহাজারী থানার কাটিরহাট এলাকার আবু তাহের চৌধুরীর ছেলে।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ বলেন, মেজবাহ উদ্দিন চৌধুরী বিভিন্ন মন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা করে আসছে। তার ব্যবসার শেয়ার দেয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। পরবর্তীতে তাদের কোম্পানির শেয়ারের টাকার লভ্যাংশ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যাংকের চেক দিত ব্যালেন্স শূন্য ব্যাংক হিসাব থেকে। এভাবে তিনি বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে হাটহাজারী এবং কোতোয়ালী থানায় প্রতারণার ২২টি মামলা রয়েছে। যার মধ্যে ১১টি মামলায় আদালত বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন। ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, ২০১৫ সালে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় একটি শিপইয়ার্ডে আনা পুরনো জাহাজ দেখিয়ে মেজবাহ বিভিন্নজনের কাছ থেকে বেশ কয়েক কোটি টাকা সংগ্রহ শুরু করে। তখন পাওনাদারদের বলতে থাকে কন্টেইনারে অন্তত ৫০০ কোটি টাকার স্বর্ণ ও পাঁচটি হীরা আছে। যেগুলো প্রতিটির মূল্য দুই হাজার কোটি টাকা করে।
বিডি প্রতিদিন/এএম