তর্কাতর্কির জের ধরে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৬ নেতাকর্মী আহত হয়েছেন। তারা হলেন- সাফায়েত হোসেন রাজু, জাহেদুল অভি, ওয়াহিদুল রহমান সুজন, আলিফ জাবেদ এবং হামিম রাফসান। মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
সিএমপি’র চকবাজার থানার ওসি মনজুর কাদের বলেন, ‘তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘাতে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।’
জানা যায়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই জনের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক নাজমা বেগমের কক্ষও ভাঙচুর করে তারা। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ছয় জন আহত হয়।
বিডি প্রতিদিন/এএম