কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা অজ্ঞাত মরদেহের এখনও পরিচয় মিলেনি। পরিচয় না মেলায় সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করতে পিবিআই আঙুলের ছাপ নিয়েছে।
জানা যায়, গত সোমবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানাধীন ইয়াকুব নগর লইট্টা ঘাটের (৪ নম্বর ঘাট) কর্ণফুলী নদী থেকে ২৩ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এ যুবকের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ওই যুবকের মুখমন্ডল লম্বাটে, মাথা, কপাল স্বাভাবিক। মাথায় কালো চুল আছে। ঠোঁট ফোলা ও দাঁত দেখা যায়। গায়ের রং শ্যামলা। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। লিঙ্গ খতনা করা। পরনে কালো রঙের জিন্স প্যান্ট ও কালো আন্ডারওয়ার।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, সদরঘাট নৌ থানার এসআই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহটি ১/২ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পিবিআই আঙুলের চাপ সংগ্রহ করেছে। অন্যান্য তথ্যও যাচাই করছে সিআইডি।
বিডি প্রতিদিন/এএম