চট্টগ্রামের রাউজানে স্কুলের হোস্টেল থেকে এনুছাই মার্মা (১৭) নামে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার পূর্বগুজরা ইউনিয়নের হোয়ারাপাড়ায় হোস্টেল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সে রাঙামাটির গ্যানদিয়া ইউনিয়নের পশ্চিম তাইতং পাড়ার অংচাইমা মার্মার মেয়ে।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আজাদ বলেন, ঘটনাস্থল থেকে এক ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম