চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। গত এক সপ্তাহ ধরে এ ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে নগরের ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে রেড ক্রিসেন্ট ও আরবান ভলান্টিয়ার টিমের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি, ছাদ বাগান পরিদর্শন ও মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। চসিকের বর্জ্য ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচারণায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগল নেলীসহ পরিচ্ছন্ন বিভাগের জোন কর্মকর্তা, মশকনিধন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক ও সুপারভাইজারগণ।
সভায় বক্তারা বলেন, সবাই যদি নিজ নিজ উদ্যোগ ও দায়িত্বে বাড়ির আশপাশের আঙিনা, ছাদ, আশাপাশের খোলা স্থানগুলা পরিস্কার রাখেন, তাহলে আর এডিস মশা জন্মাতে পারবে না। বিষয়টি সবাই গুরুত্ব দিলে ভাল হয়।
বিডি প্রতিদিন/এএম