চট্টগ্রামে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুরে কেন্দ্রের মিলনায়তনে এ আয়োজন করা হয়। হাটহাজারী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে কেন্দ্রে আশ্রয় পাওয়া প্রায় দুইশত সুবিধা বঞ্চিত শিশুর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আকতারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ক্যাম্পেইনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কেন্দ্রের শিশু মো. ইমাম। কেন্দ্রের আউটরিচ ওয়ার্কার বিপুল চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রর শিশু শাহাদাত আলম জয় এবং সায়মা আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, বিদ্যালয়ে গমনকারী শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরি, শিশুদের স্বাস্থ্যসেবা ও জরুরি প্রয়োজনে শিশুদের রক্তের প্রয়োজনের বিষয়গুলো মাথায় নিয়ে এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং সুন্দর আয়োজনের জন্য কেন্দ্রের পরিচালকসহ পুরো টিমের প্রতি ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত, সমাজের সুবিধা বঞ্চিত, বিপন্ন, পথ শিশুদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে সমাজ সেবা অধিদপ্তরের পরিচালিত চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ২০১২ সাল থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর