শিরোনাম
২৩ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৪

ময়লার স্তূপে পোশাক শ্রমিকের মরদেহ

অনলাইন ডেস্ক

ময়লার স্তূপে পোশাক শ্রমিকের মরদেহ

প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ার বিসিক শিল্পনগরী এলাকা থেকে উজ্জ্বল সেন নামে (৩০) এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মরদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশের একটি ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উজ্জ্বল সেন পটিয়ার খরনা ইউনিয়নের মুজাফফরাবাদের বাবুল সেনের ছেলে। তিনি নগরের ফ্রি-পোর্ট এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন, অথবা কেউ তাকে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর