চট্টগ্রামের পটিয়া উপজেলার বিসিক শিল্পনগরী এলাকার একটি বর্জ্যাগার থেকে উজ্জ্বল সেন নামে (৩০) এক পোশাককর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশের একটি ময়লার স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উজ্জ্বল সেন পটিয়ার খরনা ইউনিয়নের মুজাফফরাবাদের বাবুল সেনের ছেলে। তিনি নগরের ফ্রি-পোর্ট এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন কিংবা কেউ হত্যাও করতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম