চট্টগ্রাম নগরীতে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্কাতর্কির জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. হাসান নামে এক যুবক। শনিবার বিকেলে নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই এলাকারই বাসিন্দা। তিনি পেশায় রঙ মিস্ত্রি ছিলেন।
চান্দগাঁও থানার ওসি মাঈনুর রহমান বলেন, নিহত হাসান ও তার বন্ধু মিল্লাত বিভিন্ন বিষয় নিয়ে তর্কাতর্কি করতো। শনিবার বিকেলে তারা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তর্কাতর্কি করে। এক পর্যায় মিল্লাত ছুরিকাঘাত করে হাসানকে। এতে মারাত্বকভাবে আহত হন হাসান। পরে স্থানীয় লোকজন চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার অভিযুক্ত মিল্লাতকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম