৪ জানুয়ারি, ২০২৩ ২০:৫৫

চাকরি ফিরে পেলেন সেই পাকু দাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চাকরি ফিরে পেলেন সেই পাকু দাশ

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

জাতীয় পরিচয়পত্রে বয়সের ভুলে চাকরি হারানো চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতাকর্মী পাকু দাশ অবশেষে চাকরি ফিরে পেয়েছেন। ভুল সংশোধন করে সংশোধিত এনআইডি’র কপি পাওয়ার পর তার হাতে পুনঃনিয়োগের চিঠি তুলে দেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম বলেন, গত মঙ্গলবার এনআইডি সংশোধনের পর সেটি জমা দেয় পাকু দাশ। এরপর মেয়র তার পুনঃনিয়োগের চিঠিতে সই করেন। বুধবার (০৪ জানুয়ারি) থেকে পাকু দাশ কাজে যোগদান করেছেন। একটি ভুলের কারণে তার চাকরি চলে গিয়েছিল। আপনাদের ধন্যবাদ। সংবাদ প্রকাশের কারণে এই ভুলটি দ্রুত সহজে সংশোধন হয়েছে।

উল্লেখ্য, এনআইডির ভুলের কারণে চাকরি হারানো পাকু দাশ ও তার পরিবারের দুর্ভোগ নিয়ে গত ২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনের শেষ পৃষ্ঠায় ‘মায়ের আগে ছেলের জন্ম’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর নির্বাচন কমিশনের কর্মকর্তারা দ্রুত সময়ে পাকু দাশের এনআইডি সংশোধনের উদ্যোগ নেন।

এদিকে চাকরি ফিরে পেয়ে উচ্ছাস প্রকাশ করে পাকু দাশ বলেন, মা, বউ আর সন্তান নিয়ে আগের মতো সংসার চালাতে পারব। চাকরি চলে যাওয়ায় খুব বিপদে পড়ে গিয়েছিলাম। নিউজ হওয়ায় সব দ্রুত হয়েছে।

এর আগে, গত ৩১ অক্টোবরের এনআইডি অনুযায়ী- বয়স ৫৯ বছরের বেশি হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় পাকু দাশকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি চাকরি হারানোয় দিশেহারা হয়ে পড়েন তারা। এনআইডি সংশোধন ও চাকরি ফিরে পেতে দুইমাস ধরে অনেকের কাছে ধর্না দিয়ে আসছিলেন পাকু দাশ ও তার পরিবার।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর