চট্টগ্রাম মহানগরীতে নিজ বাসায় ছুরিকাঘাতে এক নারীর প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহত রাবেয়া বেগম (২৭) দিনমজুর মোহাম্মদ জামিনের স্ত্রী। জামিনের বাড়ি কিশোরগঞ্জে।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হালিশহর এ ব্লক ৪ নম্বর সড়কের একটি বাসায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এরপর থেকে মোহাম্মদ জামিন পলাতক রয়েছেন।
হালিশহর থানার এসআই সুফল কুমার দাশ বলেন, স্থানীয়রা বলেছেন- স্ত্রীর সাথে বিবাদের জেরে তাকে ছুরিকাঘাত করেন স্বামী জামিন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ওই নারীকে শুরুতেই স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, ময়নাতদন্তের জন্য পরে মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী জামিনকে ধরতে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ