২৯ জানুয়ারি, ২০২৩ ২২:৩২

ঐতিহ্য তুলে ধরতে চট্টগ্রামে ফার্নিচার মেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ঐতিহ্য তুলে ধরতে চট্টগ্রামে ফার্নিচার মেলা

ফার্নিচার শিল্পে চট্টগ্রামের ঐতিহ্য তুলে ধরতে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের আয়োজনে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ফার্নিচার মেলা। আগামী ১ ফেব্রুয়ারি নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ মেলা শুরু হবে। রবিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

মেলা কমিটির আহ্বায়ক মো. নুরুল আযম খান বলেন, রুচিশীল ও সৌখিন মানুষের প্রথম পছন্দ আধুনিক ডিজাইনের ফার্নিচার। বরাবরই নিত্য-নতুন আসবাবপত্র এবং আধুনিক ডিজাইনে অফিস ও ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে মানুষের আগ্রহ রয়েছে। মানুষের চাহিদার কথা মাথায় রেখে আমাদের সংগঠনের আওতাভুক্ত সকল ফার্নিচার প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানের আসবাবপত্র তৈরি করে থাকে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত ফার্নিচার মেলাটি চলবে। এতে ২৭টি প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি কো-স্পন্সর হয়েছে ১২টি প্রতিষ্ঠান। মেলায় ফার্নিচার ক্রয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।


বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর