৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৩৮

শিক্ষা সফরের বাসের সঙ্গে লরির সংঘর্ষ, ২৬ শিক্ষক-শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শিক্ষা সফরের বাসের সঙ্গে লরির সংঘর্ষ, ২৬ শিক্ষক-শিক্ষার্থী আহত

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতিতে বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে ২৬ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার বাসটি নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিলো। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহতদের মধ্যে ২৬ জনকে সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জাকির হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, নেত্রকোনা থেকে সবাই কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিলাম। ভোরে সড়ক দুর্ঘটনায় বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা সবাই আহত হয়েছেন। সেখান থেকে লোহাগাড়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর