চট্টগ্রামে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রের তিন হ্যাকারসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরারিজম ইউনিট। বৃহস্পতিবার থেকে শনিবার রাত পর্যন্ত রাজধানীর কলাবাগান, সিরাজগঞ্জ, নড়াইল ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
রবিবার নগরীর দামপাড়াস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাউন্টার টেরোরিজম ইউনিট চট্টগ্রামের ডিসি লিয়াকত আলী খান। এ সময় জালিয়তির কাজে ব্যবহৃত কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- হাটহাজারীর সরকারহাট এলাকার মৃত নুর আলমের ছেলে সাগর আহমেদ জোভান (২৩), নড়াইলের লোহাগাড়া থানার দিঘুলিয়ার কুমড়ি এলাকার শেখ ওয়াহিদুজ্জামানের ছেলে শেখ সেজান (২৩), কুমিল্লার তিতাস থানার জগৎপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৩), সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার আব্দুল হামিদের ছেলে শাকিল হোসেন (২৩) এবং ময়মনসিংহ ফুলপুরের সিংহেশ্বর এলাকার আব্দুল জলিলের ছেলে মাসুদ রানা (২৭)।
সংবাদ সম্মেলনে লিয়াকত আলী জানান, গত জানুয়ারিতে নগরীর বন্দর, পাহাড়তলী, পতেঙ্গা ও খুলশী, দক্ষিণ কাট্টলী এলাকায় কাউন্সিলর অফিসের সার্ভারে প্রবেশ করে ৭৮২টি ভুয়া জন্মনিবন্ধন তৈরির ঘটনায় কাউন্সিলর অফিস থেকে জিডি করা হয়। তদন্তে জন্মনিবন্ধন জালিয়াতিতে জড়িত একাধিক চক্রের অস্তিত্ব পাওয়া যায়। এর আগে চট্টগ্রাম থেকে চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে জহির আলম, মোস্তাকিম নামে দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৬ ফেব্রুয়ারি নগরীর মুরাদপুর এলাকা থেকে জোভানকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যমতে নড়াইল থেকে হ্যাকার শেখ সেজানকে গ্রেপ্তার করা হয়। সেজানের দেওয়া তথ্যে ঢাকার কলাবাগান মেহেদীকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্মনিবন্ধন অফিসের সীল, প্যাডসহ গ্রেপ্তার করা হয়। এরপর সিরাজগঞ্জ থেকে হ্যাকার শাকিল ও গাজীপুর থেকে মাসুদকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জালিয়াতি চক্রের সদস্যরা জানায়, প্রতিটি ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করতে তারা ১২’শ থেকে ১৫’শ টাকা নিতো। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডি প্রতিদিন/এএম