মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চল গত এক মাসে মাদক কেনাবেচার সাথে জড়িত ১০৩ জন কারবারিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৬১ হাজার ৫১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বুধবার এই তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
তিনি জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গত ফেব্রুয়ারি মাসে তার কার্যালয়ের কর্মকর্তারা ৩৮৭টি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ৯৯টি মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/এএম