চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি আগ্নেয়াস্ত্র ও ১১৪ রাউন্ড গুলিসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ মার্চ) ভোরে বিশেষ অভিযান চালিয়ে ওই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমিরাবাদ এলাকার ডা. এসকে নাথের বাড়িতে অভিযান চালিয়ে দুটি এলজি ও ২৩ রাউন্ড কার্তুজ, ৯১ রাউন্ড রিভলবারের গুলিসহ একই পরিবারের চারজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক বিশ্বজিৎ নাথের পরিবারের সঙ্গে প্রতিবেশী তপন নাথের জমি নিয়ে বিরোধ চলছিল। ভয়ভীতি দেখানোর জন্য এসব অস্ত্র ও গুলি মজুদ করেছিলেন বলে আটকরা স্বীকার করেন। এ নিয়ে লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ