বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকালে বিআইডব্লিউটিএ চট্টগ্রাম কার্যালয়ে অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক।
তিনি জানান, অকেজো জাহাজের জ্বালানি খরচ দেখিয়ে এবং বেনামি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়েছে। বেশকিছু বিল-ভাউচারের অসামঞ্জস্যতা মিলেছে। অভিযোগের আংশিক সত্যতাও মিলেছে। অভিযানের বিষয়ে প্রতিবেদনের মাধ্যমে কমিশনকে জানানো হবে।
বিডি প্রতিদিন/এএম