৩ মার্চ, ২০২৩ ১৮:১৮

চট্টগ্রামে মাইক্রোবাস থেকে ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাইক্রোবাস থেকে ইয়াবা উদ্ধার

ফাইল ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। অভিযানে সমির উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পরিবহণে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে মহাসড়কের পটিয়া অংশের কচুয়াই এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো আরিফ হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মাইক্রোবাসে তল্লাশী করে ৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর