চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) এমবিবিএস ৬৩ ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াকুর রহমানকে মারধরের ঘটনায় একই ব্যাচের শিক্ষার্থী জাবেদুল ইসলামকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত বুধবার নগরের চট্টেশ্বরী সড়কে চমেকের প্রধান ছাত্রাবাসে মারধরের শিকার হন শিক্ষার্থী ইশতিয়ক।
চমেক উপাধ্যক্ষ প্রফেসর ডা. মো. হাফিজুল ইসলাম বলেন, এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শিক্ষার্থী জাবেদুল ইসলামকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
জানা যায়, চমেকের এমবিবিএস ৬৩ ব্যাচের বেশ ক’জন শিক্ষার্থী রমজান মাসে ক্লাস বর্জন করার সিদ্ধান্ত নেই। কিন্তু ওই ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক তা না মেনে ক্লাস করতে যান। এতে ক্ষুব্ধ হয়ে তাকে ছাত্রাবাসে মারধর করা হয়। এ ঘটনার বিচার চেয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে তিনি লিখিত আবেদন করেন ওই শিক্ষার্থী। এর পর কলেজের একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম