চট্টগ্রাম নগরীর মৌলভীবাজার এলাকার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যার দায়ে মো. সজীব (২৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এই রায় দেন। সজীব ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণছড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
চট্টগ্রাম আদালতের বেঞ্চসহকারী ফরিদ আহমেদ জানান, স্ত্রী হত্যার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামী মো. সজীবকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ অক্টোবর রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার মৌলভীবাজার এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী সোহানা আক্তারকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সজীব। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কুদ্দুস বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন। পরবর্তীতে ওই মামলার আসামী সজীব স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তদন্ত কর্মকর্তা ২০১৭ সালের ২৮ জানুয়ারি আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। একই বছরের ২২ আগস্ট আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডি প্রতিদিন/এএম