হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ভোর রাতে নদীর ২০ কিলোমিটার জুড়ে এ অভিযান চালানো হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, ভোর রাতে হালদা নদীর ২০ কিলোমিটার জুড়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৩ হাজার মিটার জাল, একটি নৌকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
তিনি বলেন, হালদায় আসন্ন ডিম সংগ্রহ মৌসুমকে সামনে রেখে মা মাছ সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। বিষয়টি জেলা প্রশাসক নির্দেশনায় নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। মা মাছ সুরক্ষিত থাকলে ডিম তথা রেনু উৎপানের পরিমাণ বাড়বে। তাই অভিযান চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম