চট্টগ্রামে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে সরওয়ার খান (৪৭) নামে এক পান দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ফতেয়াবাদের বালুরটাল এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
সরওয়ার চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের মুল্লুক শাহ হাজী বাড়ির মৃত মো. সেকান্দর সওদাগরের ছেলে।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সুরতহাল শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই। পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।
বিডি প্রতিদিন/এএম