কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা পাচারের জন্য ট্রাকে তৈরি করা হয় বিকল্প তেলের ট্যাংকি। ওই ট্যাংকিতে করেই এতোদিন ইয়াবা পাচার করে আসছিল। ৫০ হাজার পিস ইয়াবা পাচার করার পথে জব্দ করা হয় ট্রাকটিকে। এসময় গ্রেফতার করা হয় মো কালু নামে ট্রাক ড্রাইভারকে। বুধবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন ওমর আলী মার্কেট এলাকা থেকে ইয়াবার এ চালানটি জব্দ করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি’র (বন্দর ও পশ্চিম) জোনের উপ-কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, অভিনব কায়দায় ইয়াবা পাচার করতে তেলের ট্যাংকির পাশে আরেকটি বিকল্প ট্যাংকি তৈরি করা হয়। ওই ট্যাংকিতেই রক্ষিত ছিল ৫০ হাজার পিস ইয়াবা। গোপন সূত্রে খবর পেয়ে ওই ট্রাক জব্দ করে তাতে তল্লাশি করে ইয়াবা জব্দ করা হয়। এ সময় ট্রাক চালককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, মাদক পাচারের চক্রটি অভিন্ন কায়দায় দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছে। তারা টেকনাফ থেকে খালি ট্রাকে করেই আনছিলেন মাদকের এ চালান। যাতে আইন প্রয়োগকারী সংস্থা সন্দেহ করতে না পারে।
বিডি প্রতিদিন/এএম