চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সেলুনে প্রবেশ করে এক নাপিতের চোখে মরিচের গুড়ো দিয়ে গলায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এক ঘটনায় দয়াল শীল নামে এক ব্যক্তি মারাত্বক ভাবে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নে এ ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিতাভ দত্ত বলেন, সেলুনে প্রবেশ করে দয়াল নামে এক নাপিতকে চোখে মরিচের গুড়ো দিয়ে গলায় ছুরিকাঘাত করে দুই যুবক। মারাত্বক ভাবে আহত দয়ালকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তুষার দাশ ও রানা দাশ নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল