১৭ জুলাই, ২০২৩ ১৭:৫১

চিকিৎসক গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে রোগী দেখা ও অপারেশন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চিকিৎসক গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে রোগী দেখা ও অপারেশন বন্ধ

ঢাকা সেন্ট্রাল হসপিটালে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় দুই চিকিৎসক গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে প্রাইভেট চেম্বারে রোগী দেখা ও অপারেশন বন্ধ রেখেছেন চিকিৎসকরা। সোমবার থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচি পালন করছেন। পরবর্তী ঘোষণা না এলে মঙ্গলবারও (১৮ জুলাই) এই কর্মসূচি চলবে।

জানা গছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চট্টগ্রাম শাখার সদস্যরা সোমবার সব ধরনের অপারেশন বন্ধ রেখেছেন। একইসাথে প্রাইভেট চেম্বারও করছেন না তারা।

সংগঠনটির চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন্নেছা রুনা বলেন, ‘মামলা বা গ্রেফতারের নামে চিকিৎসক হয়রানি বন্ধ করতে হবে। একইসাথে হাসপাতালে রোগীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে বিনা তদন্তে গ্রেফতারকৃত দুই নারী চিকিৎসককে অবিলম্বে মুক্তি দিতে হবে।’

এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রেখেছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ও বাংলাদেশ অটিজম অ্যান্ড ডিজঅ্যাবিলিটি ইন্সটিটিউট (বাডি)। এ অবস্থায় অনেক রোগী বিপাকে পড়েছেন বলে অভিযোগ উঠছে।

তবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান জানিয়েছেন, প্রয়োজন দেখা দিলে জরুরি অপারেশনগুলো চলবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর