৩ আগস্ট, ২০২৩ ২০:১৪

আবারও চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ

অনলাইন ডেস্ক

আবারও চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ

প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। ফাইল ছবি

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।

আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

উপসচিব মুস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২৮(২) ধারা মোতাবেক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থাৎ আগামী ১ নভেম্বর ২০২৩ হতে তিন বছরের জন্য চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ/পুনঃনিয়োগের জন্য সরকারের অনুমোদন নির্দেশনা দেওয়া হলো।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর