চট্টগ্রাম নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকায় একটি বাসে যাত্রীর মোবাইল ছিনতাইয়ের জড়িত থাকার অভিযোগে বাসের চালক, সহকারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চালক মো. মফিজ (২৯), চালকের সহকারী মো. মাহাদুল করিম (২০), মো. রাকিব মেহেদী (১৯) ও মো. সাইদুল ইসলাম জিসান (১৯)।
পুলিশ জানিয়েছে, গত শনিবার নগরীর ষোলশহর থেকে বন্দর থানার মাইলের মাথা এলাকায় বোনের বাসা যাচ্ছিলো মামুন নামের এক কিশোর। সন্ধ্যা সোয়া সাতটার দিকে মাইলের মাথা পৌঁছালে বাস থেকে কয়েকবার নামতে চাইলেও আসামিরা কৌশলে অন্য যাত্রীদের সাথে মামুনকে কাঠগড় নিয়ে যায়। কাঠগড়ে যাওয়ার পর গাড়িতে থাকা সকল যাত্রীকে নামিয়ে দেওয়ার পর মামুনকে নিয়ে পুনরায় বাসটি ইপিজেড এলাকার দিতে যেতে থাকে। সেখান থেকে আবার মাইলের মাথায় এলাকায় এসে চালকের সহকারীরা মামুনকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ছিনিয়ে নিয়ে বাস থেকে ধাক্কা মেরে নামিয়ে দেয়।
এ সময় চালকের সহকারী করিম ছিনতাইকৃত মোবাইলটি রাকিব নামের আরেক সহকারীকে দিয়ে কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যায়। পরে চালক মফিজ বাসটি সামনের দিকে চালানোর চেষ্টা করলে কিশোরের চিৎকারে পথচারীদের সহায়তায় বাসটি আটক করা হয়। এ সময় বাসের চালক ও দুই সহকারীকে আটক করা হয়।
বন্দর থানার এসআই কিশোর মজুমদার জানান, গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে শনিবার রাতে নগরীর পুরাতন চান্দগাঁও এলাকার চাঁন্দগাও হোটেলের সামনে থেকে রাকিবকে গ্রেফতার করা হয়। এ সময় রাকিবের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ছিনতাই করা মোবাইল সেটটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামুনের দুলাভাই বাদী হয়ে থানায় মামলা করেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম