চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ চার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. দিদার, সোয়াইব সরকার, মো. রফিক এবং মো. তৈয়ব। বুধবার (০৯ আগস্ট) নগরীতে টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিএমপি’র পাঁচলাইশ থানা পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার বলেন, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদপুর এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দিদার ও সোয়াইবকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানাধীন কলশী দিঘীর এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা, এক কেজি গাঁজা এবং আইসসহ অপর দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ