চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা অবিনশ্বর। বাঙালি জাতির অস্থিমজ্জায় মিশে আছেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবাদর্শে শাণিত বাংলার আকাশ-বাতাস জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি মর্যাদাবান ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আজ চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে মাসব্যাপী অকর্মসূচির শেষ দিনে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম নগর যুবলীগের সহসভাপতি দেবাশীষ পাল দেবুর সভাপতিত্বে নায়েবুল ইসলাম ফটিকের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের সভাপতি ওমর হাজ্জাজ, ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকের আহম্মদ খোকন, কাউন্সিলর আবদুল মান্নান, সেকান্দর আজম, বন্দর সিবিএর মোকারম হোসেন, খ ম ইয়াকুব, বীর মুক্তিযোদ্ধা বক্কর হুমায়ুন কবির মুকুট, আবুল হোসেন চৌধুরী, রেজাউল করিম রাজু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ