চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে (৪৯) দুই দশক পর গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে ভুজপুর থানার কাজীরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, চাঞ্চল্যকর লোকমান হত্যা মামলার অন্যমত আাসামি জসিম। ২০০২ সাল থেকে সে পলাতক ছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কাজীরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জসিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম