বঙ্গোপসাগরের গভীর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার নৌকা থেকে ১৫ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম তাহসিন রহমান এ তথ্য জানান।
তিনি জানান, গত রবিবার নৌকাটি চট্টগ্রাম মৎস্য বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রের দিকে যায়। এক পর্যায়ে ওইদিন রাত আনুমানিক ১২টার পর থেকে ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নৌকাটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে কোস্টগার্ডের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট পতেঙ্গা কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৫ জেলেসহ নৌকাটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। তারা বর্তমানে সুস্থ আছে।
বিডি প্রতিদিন/এএম