নোয়াখালীর হাতিয়া থানার অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমির হোসেনকে (৫২) চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাতিয়া থানার একটি মামলার রায়ে ১০ বছর আগে আদালত আমিরকে ১০ বছরের কারদণ্ড দেন। এরপর থেকে সে নানা কৌশলে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে। আমির হাতিয়া থানার জাহাজ সারা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
বিডি প্রতিদিন/এএম