চট্টগ্রামে নতুন করে দুইটি সরকারি স্কুল ও কলেজ নির্মাণ করা হচ্ছে। তারমধ্যে একটি নামকরণ হবে ইসলামী মণিষী হযরত শাহ আমানত (রহ.) ও আরেকটি হবে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা মাস্টার দা সূর্য সেনের নামে।
দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাস্টার দা সূর্য সেন সরকারি স্কুল অ্যান্ড কলেজ হবে নগরীর উত্তর পতেঙ্গার স্টিল মিল এবং দক্ষিণ পতেঙ্গার বিজয় নগর এলাকায় হবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর স্কুল অ্যান্ড কলেজ। দশতলা বিশিষ্ট এই দুই ভবনের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা।
জানা গেছে, মাস্টার দা সূর্য সেন সরকারি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটি দুই একর ভূমির ওপর নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৫০ লাখ টাকা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটি প্রায় এক একর ভূমির ওপর নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৫০ লাখ টাকা।
প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার বলেন, উত্তর পতেঙ্গার মাস্টার দা সূর্য সেন সরকারি স্কুল অ্যান্ড কলেজের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। শিগগিরই ফাউন্ডেশনের কাজ শুরু হবে। অন্যদিকে, দক্ষিণ পতেঙ্গার বিজয়নগর এলাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর স্কুল অ্যান্ড কলেজের নিচতলার কলামের ঢালাইয়ের কাজ চলছে। বর্তমানে দুটি ভবনের কাজের মোট অগ্রগতি ৩০ শতাংশ। এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানকে স্কুল অ্যান্ড কলেজে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় সরকার। পর্যাপ্ত সংখ্যক শ্রেণিকক্ষের পাশাপাশি থাকবে আইসিটি ল্যাব, বিজ্ঞানাগার, লাইব্রেরি, মাল্টিপারপাস হলরুম, প্রধান শিক্ষকের কক্ষ, সহকারী প্রধান শিক্ষকের কক্ষ, অফিস কক্ষ, শিক্ষক কমনরুম, নামাজের কক্ষ, দর্শনার্থী কক্ষ, বিএনসিসি, গার্লস গাইড কক্ষ, প্রাথমিক চিকিৎসা কক্ষ, মিড ডে মিল কক্ষ ও সেমিনার কক্ষ।
২০১৮ সালে নেওয়া প্রকল্পটির প্রথম দফায় মেয়াদ ছিল ২০২১ সালের জুন পর্যন্ত। পরে তা আরো দুই বছর বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত করা হয়। সম্প্রতি যা আরো দুই বছর বৃদ্ধি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/হিমেল