চট্টগ্রামের ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া উপজেলায় পৃথক সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় ও রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় এ ঘটনা ঘটে।
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া যুবকের নাম মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩০)। তিনি নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুম্ভারপাড়া বড় বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। বাড়ির ছাদে কাপড় আনতে যান। এসময় একটি কাপড় বিদ্যুতের তারে দেখে তা নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।
ফটিকছড়ি ফায়ার স্টেশনের লিডার মো. কামাল উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে রাঙ্গুনিয়ার পদুয়ায় বিদ্যুতের খুটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নুরুন নবী। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন