চট্টগ্রামের ছয় লেখককে সাহিত্য পুরস্কারে ভূষিত করেছে প্রোজ্জ্বল পাঠাগার। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ ও শিশুসাহিত্যে এ পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি তরুণ ক্যাটাগরিতে দেওয়া হয়েছে দুই তরুণ সাহিত্যিককে। আজ নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
এতে শিশুসাহিত্যে বিপুল বড়ুয়া, কথাসাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী, কবিতায় হাফিজ রশিদ খান, প্রবন্ধে ড. মহিবুল আজিজ, তরুণ ক্যাটাগরিতে কথাসাহিত্যে আরমানউজ্জামান ও কবিতায় জয়ন্ত জিল্লু।
ড. শামসুদ্দিন শিশিরের সভাপতিত্বে কবি শহিদুল আলীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম। আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি-সাংবাদিক রাশেদ রউফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফরিদ ফারুক।
বৃষ্টি চক্রবর্তী ও রনি চক্রবর্তীর জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উমাসিং মারমা উর্মী। স্বাগত বক্তব্য রাখেন প্রোজ্জ্বল পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি প্রদীপ প্রোজ্জ্বল।
কথাসাহিত্যে পুরস্কারপ্রাপ্ত বিশ্বজিৎ চৌধুরী বলেন, সাহিত্যে নোবেল পুরস্কারের নাম দেখে বেদনাহত হয়েছি কিন্তু প্রোজ্জ্বল পাঠাগার সাহিত্য পুরস্কার আমাকে আনন্দ দিয়েছে।
বিডি প্রতিদিন/এএম