চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদি উর রহিম জাদিদ বলেছেন, আদিবাসীদের অন্যতম চ্যালেঞ্জ হল তাদের মাতৃভাষার সমস্যা। সামগ্রিকভাবে বাংলাদেশের মাতৃভাষা বাংলা। কিন্তু বাংলাদেশে ৫০টির অধিক ভাষাভাষী আছে যার মধ্যে আদিবাসীরা অন্যতম। তাদের একটি মাতৃভাষা আছে। এসডিজিতে আমরা কাউকে বাদ দিয়ে এগিয়ে যেতে পারব না। আমাদের সকলের জন্য সমতাভিত্তিক মানসম্মত শিক্ষার ব্যবস্থা থাকতে হবে।
আজ চট্টগ্রাম প্রেসক্লাবের একটি ‘আদিবাসী শিশুদের শিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
কবি বিপুল বড়ুয়ার সভাপতিতে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন আদিবাসী গবেষক হাফিজ রশিদ খান। জেএসইউএস সহকারী পরিচালক আরিফুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার খেনি মারমার যৌথ সঞ্চালনায় আদিবাসী শিশুদের শিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের উপ-কার্যক্রম ব্যবস্থাপক মো. আব্দুর রউফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি চসিকের ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বায়েজীদ থানা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দীন।
বিডি প্রতিদিন/এএম