চট্টগ্রামে নদী থেকে বালু তোলা নিয়ে বিরোধের জের ধরে খুন হয়েছেন মনজুর হোসেন নামে এক যুবলীগ নেতা। রবিবার রাতে জেলার রাঙ্গুনীয়া পৌরসভার শান্তি নিকেতন এলাকায় এ ঘটনা ঘটে। খুনের এ ঘটনায় নিহতের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে চার জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। নিহত মনজুর রাঙ্গুনীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
রাঙ্গুনীয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, রবিবার রাতে শান্তিনিকেতন এলাকায় বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেলেন মনজুর। এ সময় অতর্কিত তার ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চার জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
ওসি বলেন, নদী থেকে বালু উত্তোলন নিয়ে স্থানীয় যুবলীগের আরেক পক্ষের সাথে বিরোধ ছিল মনজুরের। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড হয়েছে। আসামীদের গ্রেফতারের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/এএম