চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করছে পুলিশ। বুধবার সকালে উপজেলার আনোয়ারা-বাঁশখালী আঞ্চলিক সড়কের বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
ওসি বলেন, স্থানীয়দের দাবি ওই নারী মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। কয়েক বছর ধরেই তিনি ওই এলাকায় ঘুরাঘুরি করতেন। তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সিআইডি এবং পিবিআই’র সহতায় চাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম