১৮ নভেম্বর, ২০২৩ ১৫:৫৫

বিএনপি জামায়াতের নেতৃত্বে ইসরায়েলি কায়দায় অগ্নি সন্ত্রাস করা হচ্ছে : নাছির

অনলাইন ডেস্ক

বিএনপি জামায়াতের নেতৃত্বে ইসরায়েলি কায়দায় অগ্নি সন্ত্রাস করা হচ্ছে : নাছির

পবিত্র ফিলিস্তিন ভূমিতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ মদদে বর্বরোচিত ইসরায়েলি গণহত্যাকে অমার্জনীয় মানবতাবিরোধী অপরাধ হিসেবে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরাইলি বোমা হামলায় প্রায় বারো হাজার নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে। তার মধ্যে আট হাজারেরও বেশি নারী ও শিশু। এধরণের বর্বরতা নজীরবিহীন।

তিনি বলেন, বাংলাদেশেও নির্বাচন বানচালকারী একটি অপশক্তি বিএনপি জামাতের নেতৃত্বে ইসরাইলি কায়দায় চোরাগোপ্তা অগ্নি সন্ত্রাস চালিয়ে সরকারি সম্পদ ও স্থাপনার ওপর হামলা, পরিবহন জ্বালাও পোড়াও এমনকি রেলগাড়িতেও আগুন দিয়েছে।ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ফিরিঙ্গী বাজার চত্বরে ফিলিস্তিনিতে নিরীহ মানুষকে হত্যাকাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।

ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ওয়ার্ড আওয়ামী লীগের আশরাফুল আলম বাবুল, জামাল আহমেদ সেকান্দার, আশীষ চৌধুরী পিন্টু, রেজাউল্লাহ খোকন, মোঃ ইলিয়াছ, এড. তপন দাশ, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সালাউদ্দীন, ফরহান আহমেদ, মাসুদ করিম টিটু, আবুল মনছুর চৌধুরী খোকন, ইসতেহার উদ্দীন পারভেজ।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর