২৩ মে, ২০২৪ ২১:০৭

চসিকের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চসিকের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের নিউমার্কেট মোড়, স্টেশন রোড, জুবিলী রোড, অমরচাঁদ রোড সদর রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার বিকালে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে ফুটপাত ও রাস্তা থেকে প্রায় দুই শতাধিক অবৈধ দখলদার উচ্ছেদ করা হয় এবং মালামাল জব্দ করা হয়।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি একই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।   

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর