২৬ মে, ২০২৪ ২১:২০

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে মো. ইমন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টায় ওই ইউনিয়নের সিকদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন স্থানীয় মান্না সিকদারের পুত্র।

আনোয়ারা হলি হেলথ ক্লিনিক এন্ড ডায়গনিস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার কবির জানান, রবিবার সকালে স্থানীয় মুন্সি পুকুরে গোসল করতে নেমে সবার অজান্তে পুকুরের পানিতে তলিয়ে যায় ইমন। পরবর্তীতে পুকুরে তার নিথর দেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/এএম


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর