শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
নিরাপত্তাহীনতায় ১০ ইউপি চেয়ারম্যানের সভা বর্জন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অনলাইন ভার্সন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নবনির্বাচিত পরিষদের সভা বর্জন করেছে উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। নিরাপত্তাহীনতার কারণে তারা সভা বর্জন করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সদস্য সংকটের কারণে সাধারণ সভার কার্যক্রম স্থগিত হয়।
আনোয়ারা উপজেলার ইউএনও ইশতিয়াক ইমন বলেন, উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে বরুমচড়া ইউপি চেয়ারম্যান ছাড়া বাকি ১০ ইউপির চেয়ারম্যান আসেননি। তারা কেন পরিষদের সভায় আসেনি, সেটা জানি না। না আসার কারণও আমাকে জানানো হয়নি।
বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্ বলেন, গত ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে নির্বাচিত প্রার্থীর সমর্থকরা বিভিন্নভাবে রাত-বিরাতে বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের বাড়িতে হামলা করেছে। চেয়ারম্যানদের ঘরের সামনে, পরিষদের সামনে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা অবস্থান করে আতঙ্কিত করছে। ইউএনওকে আমরা বিষয়টি বিভিন্ন সময়ে বলেছি। উপজেলা চেয়ারম্যান থেকেও শান্তির বক্তব্য এখনো পাইনি। বরং যারা চেয়ারম্যানদের ওপর হামলা করেছে, তাদের আজকে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে দেখা গেছে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে বিরোধ, বিভক্তি এবং তিক্ততা আছে আমাদের মাঝে। আজকে উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা থাকবেন, যার কারণে যাইনি। ভবিষ্যতে চেয়ারম্যান যদি উদ্যোগ নেয় পরিষদের সদস্যদের নিরাপত্তার জন্য, শান্তির পরিবেশ বজায় রাখার জন্য তাহলে আমরা যাবো। কারণ জনগণেরও আমাদের কাছে প্রত্যাশা আছে, প্রত্যাশা নিয়ে আমাদের চেয়ারম্যান বানিয়েছে।
উল্লেখ্য, সভা বর্জনকারী ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরীর অনুসারী। বিজয়ী উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারী। গত দ্বাদশ সংসদ নির্বাচনের পর থেকে আনোয়ারার আওয়ামী রাজনীতিতে দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/এমআই
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর