বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, খালেদা জিয়া মুক্ত হলে, গণতন্ত্র মুক্তি পাবে। দেশে আইনের শাসন বলতে কিছু নেই। এই দেশের মানুষ বিগত এক যুগের অধিক সময় ধরে আইনের শাসন, গণতন্ত্র ও ভোটের অধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্রহীনভাবে একদলীয় শাসন চলছে। সরকাররের প্রতিহিংসার বশবর্তী হয়ে অন্যায়ভাবে বেগম জিয়াকে বন্দী করে রাখা হয়েছে।
রবিবার বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল পরবর্তী সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, সরকারি দলের ড্রাইভার থেকে শুরু করে আমলা, মন্ত্রী-এমপিসহ বিভিন্ন রাজস্ব কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। অন্যদিকে এই কোটা হওয়ার কারণে দুর্নীতি করার সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য কোটা সংস্কার দরকার এবং মেধাবীদের মেধাবৃত্তিক ক্যাটাগরিতে সবাইকে চাকরির ব্যবস্থা করা উচিত।
এরআগে ওয়ার্ড সেচ্ছাসেবকদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, ১৯ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাজী নবাব খান, জসিম উদ্দিন মিন্টু, এ কে এম পেয়ারু, আলহাজ্ব ফরিদ উদ্দিন, আলহাজ্ব ইউসুফ খান, আলহাজ্ব নাছির উদ্দিন, সাইফুল ইসলাম সেলিম, নাজমুল হাসান লিটু, জিয়াউর রহমান জিয়া, দিদার হোসেন, শেখ ইয়াছিন নওশাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল