চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১৩ ফুটের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার সকাল ১১টায় উপজেলার সুয়াবিল ইউনিয়নের রাজার বাজার এলাকার বামাসিয়া খালের পাড় থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মুহাম্মদ মুছা জানান, স্থানীয় কয়েকজন কৃষক খালের পাড়ে ঘাস কাটার সময় অজগরটি দেখতে পান। এসময় সাপটির পেটভর্তি দেখা যায়। রহিম বাদশা নামের এক কৃষকের একটি ছাগল এই এলাকায় নিখোঁজ হয়। সাপের পেটের আকার দেখে মনে হচ্ছে ছাগলটিকে সাপটি খেয়েছে। এর আগেও এখানে এমন ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মিন্টু জানান, অজগরটি ১৩ ফুট লম্বা। ছাগল খাওয়ার বিষয়টি অসম্ভব কিছুনা। ওই এলাকার আশপাশে পাহাড় টিলা থাকায় অনেক জীবজন্তু লোকালয়ে আসে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। উনারা আসলে এটাকে বনে অথবা পাহাড়ের ভেতরে অবমুক্ত করবেন।
বিডি প্রতিদিন/এএম