চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একদিনের ব্যবধানে আরো একটি অজগর সাপ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার উপজেলার নাজিরহাট পৌরসভার আনওয়ারুল উলুম মাদ্রাসা সংলগ্ন একটি বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে গত রবিবার একই উপজেলার সুয়াবিল ইউনিয়নে ১৩ ফুট দৈর্ঘ্যরে একটি অজগর সাপ উদ্ধার করা হয়। পরে শোভনছড়ি বন বিভাগ স্থানীয় সংরক্ষিত বনভূমিতে ওই সাপটি অবমুক্ত করেছিলো।
যে বাড়িতে সাপটি উদ্ধার হয় সে বাড়ির মালিক মোহাম্মদ ইউসুপ জানিয়েছেন, তিনি আচমকা সাপটিকে দেখতে পান। সাপটি বাড়ির সীমানা দেয়ালের উপর লেপ্টে ছিলো। পরে মাদ্রাসার হুজুররা সাপটিকে উদ্ধার করে ওয়াইল্ডলাইফ এন্ড স্ন্যাক রেসকিউ টিম ইন বাংলাদেশ (ডব্লিউএসআরটিবিডি) নামের একটি সংস্থাকে বিষয়টি জানান।
ডব্লিউএসআরটিবিডির চট্টগ্রাম জেলার উদ্ধার কর্মী রেজাউল করিম রাকিব বলেন, ‘খবর পেয়ে আমি সাপটি উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য ৭ ফুটের বেশি। যে কোনো একটি সংরক্ষিত বনভূমিতে সাপটি ছেড়ে দেয়া হবে। যাতে সে মুক্তভাবে বাঁচতে পারে।’
বিডি প্রতিদিন/এএম