চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীকে খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেনীর ছাগলনাইয়া থানার দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন আবুল মনছুর মিলন (৩০), তার বাবা মো. মামুন (৬৫) ও মা নুরুন্নাহার বেগমকে (৫০)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বগাচতর এলাকায়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম জানান, মিলনের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার মোহাম্মদ সুমনের (৩৮)। এর জের ধরে গত ৮ আগস্ট অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সুমনের ওপর হামলা চালায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়। এই ঘটনায় মামলা দায়েরের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরে তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।বিডি প্রতিদিন/হিমেল