চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরলে পানির স্রোতে সিরাজ খাতুন (৫৫) নামে এক নারীর মরদেহ ভেসে এসেছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। শুক্রবার উপজেলার সরল ইউনিয়নের পাইরাং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিরাজ খাতুন বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৪নং ওয়ার্ডের রব্বান আলীর স্ত্রী।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, সিরাজ খাতুন পেশায় একজন ভিক্ষুক। বৃষ্টি হওয়ার কারণে পাশে এক আত্মীয়র বাসায় যাচ্ছিল। যাওয়ার সময় পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। পরে লাশটি ভেসে আসতে দেখলে স্থানীয়রা দেখে পুলিশ খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম