চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় লিজা আকতার (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা এলাকার বহর তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লিজা আকতার প্রবাসী মুন্নার স্ত্রী। দুই বছর আগে ভালোবেসে একে অপরকে বিয়ে করেন তারা।
বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, ওই মেয়ের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের বাবা মো. ইউনুছ বলেন, সকাল ৯টার দিকে খবর পেয়েছি আমার মেয়ে শ্বশুরবাড়িতে আত্মহত্যা করেছে। মেয়ের শাশুড়ি আমাকে ফোন করে বলে সকালে নাস্তা করতে মেয়ের রুমের দরজায় গিয়ে ডাকলে মেয়ে দরজা না খোলায় ঘরের পিছনের দিকে জানালা দিয়ে দেখতে গেলে দেখা যায় উপরে বাঁশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। রাতে কয়টার দিকে মেয়ে আত্মহত্যা করেছে তা নাকি জানে না তার শাশুড়ি। পরে আমাদের খবর দিলে আমরা তার শ্বশুর বাড়িতে যাই। শ্বশুর বাড়ি গিয়ে দেখা যায় আমার মেয়ের লাশ হাত বাঁধা অবস্থায় ঘরের উপরে বাঁশের সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/জুনাইদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        