চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি জাহেদ হাসান ফিরোজকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৩০ অক্টোবর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফিরোজ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গুলি এলাকার মো.নুরুল ইসলামের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ-উল-আলম জানান, ব্যবসায়ী কবির আহম্মদ সওদাগর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি জাহেদ হাসান ফিরোজকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাকে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা